Ajker Patrika

ভাইকে হারিয়ে নৌকার মান রাখলেন সৈয়দ নজরুলের মেয়ে 

সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ 
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৩: ৪১
ভাইকে হারিয়ে নৌকার মান রাখলেন সৈয়দ নজরুলের মেয়ে 

কিশোরগঞ্জ-১ আসনে বড় ভাইকে হারিয়ে আবারও সংসদ সদস্য হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে তিনি। ওই আসনে লিপির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই বড় ভাই ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম। 

আজ সোমবার কিশোরগঞ্জের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে নৌকার প্রার্থী সৈয়দা জাকিয়া নূর লিপিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। 

তাঁদের মধ্যে ভোটের ব্যবধান ৩ হাজার ছিল ১৮৬। সৈয়দা জাকিয়া নূর লিপি পেয়েছেন ৭৭ হাজার ৩৪৮ ভোট এবং সৈয়দ সাফায়েতুল ইসলাম পেয়েছেন ৭৪ হাজার ১৬২ ভোট। 

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলছেন, কিশোরগঞ্জের রাজনীতিতে সৈয়দ নজরুল ইসলাম ও তাঁর বড় ছেলে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয়। বাবা এবং ছেলে উভয়েই এই আসনের প্রতিনিধিত্ব করেছেন। পরে সংসদ সদস্য হন সৈয়দা জাকিয়া নূর লিপি। প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এবার হাড্ডাহাড্ডি লড়াই শেষে তাঁর আপন বড় ভাইকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সারা দেশের মানুষের নজর ছিল এই আসন ঘিরে। নির্বাচন ঘিরে ভাই ও বোনের পক্ষের লোকজনের বিষোদ্‌গার ভাবিয়ে তুলেছিল দেশবাসীকে। ভোটের মাঠে বোনকে ঠেকাতে মরিয়া ছিল ভাই। 

নাম না প্রকাশ করার শর্তে একাধিক আওয়ামী লীগ নেতা জানান, কিশোরগঞ্জের সঙ্গে সাফায়াতের বিচ্ছিন্নতা মানুষের মধ্যে আস্থা সৃষ্টি হতে দেয়নি। জেলা শহরে দীর্ঘদিন আগে কতিপয় শিক্ষানুরাগীর প্রতিষ্ঠা করা একটি কলেজ সৈয়দ আশরাফুল ইসলামের নামে পরিবর্তন করে সাফায়াত ওই কলেজের সভাপতি বনে যান। এতে সাধারণের মধ্যে সাফায়াতের দখলি মনোবৃত্তি প্রকাশ পেয়েছে। 

তাঁরা বলছেন, আপন বড় ভাই হিসেবে ছোট বোনের বিরুদ্ধে প্রার্থী হওয়াটা সাধারণ মানুষ ও কর্মীরা নৈতিকভাবে ভালো চোখে দেখেনি, যেখানে দলীয় প্রধান স্বয়ং লিপিকে নৌকা প্রতীক দিয়েছেন। তা ছাড়া অতিরিক্ত কাদা-ছোড়াছুড়িতেও লিপি তুলনামূলক শান্ত ছিলেন, যা প্রয়াত সৈয়দ আশরাফ সাহেবের চারিত্রিক প্রতিফলন। গ্রুপিং রাজনীতির নানান সমীকরণ ছাড়াও কর্মী ও ভোটারেরা এই বিষয়গুলো বিবেচনা করেছেন। 

সুশীল সমাজের প্রতিনিধি ও সমন্বয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি এ এম ওবায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরগঞ্জ-১ আসনটি মূলত নৌকার ঘাঁটি। ১৯৯৬ সাল থেকে এই আসনে নৌকা সব সময় বিশাল ভোটের ব্যবধানে বিজয় পেয়েছে। এবার এত অল্প ভোটে বিজয়ের কারণ হিসেবে নৌকার প্রার্থীর দুর্বলতাগুলো সকলের সামনে স্পষ্টভাবে ফুটে উঠেছে। যেহেতু জনগণ ৫ বছরের হিসাব এক দিনে মূল্যায়ন করে, তাই জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই।’ 

এদিকে সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে তাঁর ছোট বোন সৈয়দা রাফিয়া নুর রূপা বলেন, ‘আমরা সৈয়দ নজরুল ইসলামের সন্তান ও সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের বড় ভাই। এবারের নির্বাচনটা অন্যরকম একটা নির্বাচন ছিল আমাদের জন্য। সত্যিকারের একটা কঠিন যুদ্ধ। আমরা সবাই ক্লান্ত পরিশ্রান্ত, তারপরও খুবই খুশি যে আমরা যুদ্ধটা জিতেছি।’ 

তিনি আরও বলেন, ‘বড় ভাইয়ের সঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতা মানসিক দিক থেকে খুবই কষ্টের ছিল। কিন্তু ছিল আমাদের আদর্শের লড়াই। আমরা আদর্শের লড়াইটাই করতে চেয়েছি। বড় ভাই সৈয়দ আশরাফের আদর্শটা ও আমার আব্বা সৈয়দ নজরুলের আদর্শটা ধরে রাখতে চেয়েছি। সেই আদর্শটা ধরে রাখার জন্যই আমাদের এই লড়াইটা করতে হয়েছে। আজকে (সোমবার) অফিশিয়াল রেজাল্ট পেলাম, আজকে বড় ভাইকে (সৈয়দ সাফায়েতুল ইসলাম) গিয়ে সালাম করব।’ 

এ বিষয়ে সৈয়দ সাফায়েতুল ইসলামের মন্তব্য জানতে তাঁর মোবাইল নম্বরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাড্ডায় চলন্ত বাসে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২১: ০৩
বাড্ডায় চলন্ত বাসে আগুন লেগেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাড্ডায় চলন্ত বাসে আগুন লেগেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোজিনা আক্তার বলেন, ‘আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটকে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলা বাসটি তখনো রাস্তায় চলন্ত অবস্থায় ছিল।

অগ্নিকাণ্ডের সময় বাসটিতে যাত্রী ছিল কি না—সে সম্পর্কে ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ডিএমপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে থানা-পুলিশসহ গোয়েন্দা পুলিশ (ডিবি) সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। থানা-পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানসমূহে তল্লাশি অভিযান পরিচালনা করছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ শুরু করেছে।

সম্প্রতি সংঘটিত অন্যান্য চাঞ্চল্যকর ঘটনার মতো এ হামলারও দ্রুত রহস্য উদ্‌ঘাটন ও গ্রেপ্তার সম্ভব হবে বলে ডিএমপি আশাবাদী।

এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, হামলাকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ নম্বরে জানাতে অনুরোধ করা হচ্ছে।

রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় আজ দুপুরে ইনকিলাব মঞ্চের নেতা হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালে প্রাথমিক সার্জারির পর তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কর্মবিরতি স্থগিত, রাতে চালু হলো মেট্রোরেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২১: ১৬
ফাইল ছবি
ফাইল ছবি

চাকরি বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী সর্বাত্মক কর্মবিরতি পালন করছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। তবে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তাঁরা। এর মধ্যেই আজ রাত থেকেই মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

আজ শুক্রবার রাত ৮টার দিকে ডিএমটিসিএল সূত্র বিষয়টি নিশ্চিত করে।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি) লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, ‘মেট্রোরেলের যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু করেছে।’

এর আগে আন্দোলনরত এক কর্মকর্তা বলেন, ‘ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক তাঁদের আশ্বাস দিয়েছেন যে আগামী ১৮ ডিসেম্বর বোর্ড সভায় চাকরি বিধিমালা অনুমোদন করা হবে। ফলে আমরা আমাদের আন্দোলন স্থগিত করেছি।’

শুক্রবার ছুটির দিনে মেট্রোরেল বেলা ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে। তবে কর্মবিরতির কারণে বেলা ৩টা থেকে রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। পরে রাত ৮টা ১৫ মিনিটে ট্রেন পুনরায় চলাচল শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এভারকেয়ারে হাদি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২০: ৫২
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আজ শুক্রবার সন্ধ্যায় শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আজ শুক্রবার সন্ধ্যায় শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মাথায় গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

আজ শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে এটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হয়ে এভারকেয়ারের দিকে রওনা হয়।

হাদিকে ঢামেক হাসপাতাল থেকে এভারকেয়ারে স্থানান্তরের বিষয়ে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘‎আমরা ঢাকা মেডিকেলে তাঁর একটা প্রাথমিক সার্জারি করেছি। এখন তাঁকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি। পরিবারের সম্মতিতেই তাঁকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথম দিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। আমরা তাঁদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাঁকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।’

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরিফ ওসমান হাদিকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরিফ ওসমান হাদিকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় আজ দুপুরে ইনকিলাব মঞ্চের নেতা হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বিকেল ৫টার পর ঢামেক হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর (হাদির) মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তাঁর সার্জারি চলছে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত