কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের পলতাকান্দা গ্রামে সম্পত্তি দলিল করে না দেওয়ায় বৃদ্ধা মা ও ছোট ভাইকে মারধরের অভিযোগ উঠেছে দুই সহোদর ও ছেলের বিরুদ্ধে। এ সময় বসতঘরের আসবাব ও জানালা-দরজা ভাঙচুরও করা হয়।
অভিযুক্তরা হলেন আল আমিন (৩৭) ও দিপু মিয়া (৩৩)। উভয়েই ওই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। রোববার (১৬ জুন) সকালে ভৈরব থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মা ফাতেমা বেগম।
ফাতেমা বেগম জানান, তাঁর তিন ছেলে ও ছয় কন্যাসন্তান রয়েছে। স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় চলাফেরা করতে পারেন না। সংসারের ব্যয় বহন করেন প্রবাসী ছোট ছেলে মামুন মিয়া। আট মাস আগে বড় ছেলে আল আমিনকে মৌখিকভাবে সম্পত্তির অংশ দিয়ে আলাদা করে দেওয়া হয়। এর পর থেকে আল আমিন সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। এর মধ্যেই ছোট ছেলে দেশে আসেন।
১২ জুন (বৃহস্পতিবার) রাতে আল আমিন ও দিপু মিয়া লাঠিসোঁটা নিয়ে বাড়িতে এসে ফাতেমা বেগমকে মারধর করেন এবং মাথায় কুপিয়ে রক্তাক্ত করেন বলে অভিযোগ। এ সময় ছোট ছেলে মামুন মিয়া ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার বাধা দিলে, দিপু ছুরি দিয়ে মামুনের ডান হাতে আঘাত করেন এবং ফারজানাকেও মারধর করেন। এ ছাড়া ঘরের দরজা, জানালা, আলমারি ও বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়।
ঘটনার পর অভিযুক্ত আল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, ‘বৃদ্ধা মা ও প্রবাসী ভাইকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের পলতাকান্দা গ্রামে সম্পত্তি দলিল করে না দেওয়ায় বৃদ্ধা মা ও ছোট ভাইকে মারধরের অভিযোগ উঠেছে দুই সহোদর ও ছেলের বিরুদ্ধে। এ সময় বসতঘরের আসবাব ও জানালা-দরজা ভাঙচুরও করা হয়।
অভিযুক্তরা হলেন আল আমিন (৩৭) ও দিপু মিয়া (৩৩)। উভয়েই ওই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। রোববার (১৬ জুন) সকালে ভৈরব থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মা ফাতেমা বেগম।
ফাতেমা বেগম জানান, তাঁর তিন ছেলে ও ছয় কন্যাসন্তান রয়েছে। স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় চলাফেরা করতে পারেন না। সংসারের ব্যয় বহন করেন প্রবাসী ছোট ছেলে মামুন মিয়া। আট মাস আগে বড় ছেলে আল আমিনকে মৌখিকভাবে সম্পত্তির অংশ দিয়ে আলাদা করে দেওয়া হয়। এর পর থেকে আল আমিন সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। এর মধ্যেই ছোট ছেলে দেশে আসেন।
১২ জুন (বৃহস্পতিবার) রাতে আল আমিন ও দিপু মিয়া লাঠিসোঁটা নিয়ে বাড়িতে এসে ফাতেমা বেগমকে মারধর করেন এবং মাথায় কুপিয়ে রক্তাক্ত করেন বলে অভিযোগ। এ সময় ছোট ছেলে মামুন মিয়া ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার বাধা দিলে, দিপু ছুরি দিয়ে মামুনের ডান হাতে আঘাত করেন এবং ফারজানাকেও মারধর করেন। এ ছাড়া ঘরের দরজা, জানালা, আলমারি ও বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়।
ঘটনার পর অভিযুক্ত আল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, ‘বৃদ্ধা মা ও প্রবাসী ভাইকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমদানি কার্গো ভিলেজ ঘিরে রেখেছেন যৌথ বাহিনীর সদস্যরা। শুধু জরুরি সেবায় নিয়োজিত ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
২ ঘণ্টা আগেনৌপথে ঢাকা থেকে বরিশাল হয়ে মোরেলগঞ্জ পর্যন্ত যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল প্যাডেলচালিত স্টিমার। ঐতিহ্যবাহী এ জলযানের চলাচল বন্ধ হয়ে যায় তিন বছর আগে। এবার সেই ঐতিহ্য ফেরানোর উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে