কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা
কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতির সময় আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় একটি বগির বেশ কিছু জানালার কাচ ভাঙচুর করা হয়। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব স্টেশনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। কুলাউড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের খাবারের কামরায় দুজন যাত্রীকে আসন দেওয়া নিয়ে স্টাফদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে বেলা সাড়ে ১১টার ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতির সময় কয়েক যুবক ট্রেনের একটি বগির বেশ কিছু জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্ল্যাটফর্মে দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ছয়জনকে আটক করে থানায় নিয়ে যান। পরে কালনী ট্রেনটি কিছুটা বিলম্বে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ভৈরব স্টেশন ছেড়ে যায়।
ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ বলেন, ‘কালনী ট্রেনটি যাত্রাবিরতির সময় স্টেশনের বাইরে ছিলাম। স্টাফরা আমাকে ঘটনাটি জানিয়েছেন। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।’
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহামেদ আজকের পত্রিকাকে বলেন, ভৈরব স্টেশনে থামার পর কালনী এক্সপ্রেস ট্রেনের বগিতে হামলার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যারা প্রকৃতপক্ষে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।
কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতির সময় আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় একটি বগির বেশ কিছু জানালার কাচ ভাঙচুর করা হয়। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব স্টেশনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। কুলাউড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের খাবারের কামরায় দুজন যাত্রীকে আসন দেওয়া নিয়ে স্টাফদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে বেলা সাড়ে ১১টার ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতির সময় কয়েক যুবক ট্রেনের একটি বগির বেশ কিছু জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্ল্যাটফর্মে দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ছয়জনকে আটক করে থানায় নিয়ে যান। পরে কালনী ট্রেনটি কিছুটা বিলম্বে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ভৈরব স্টেশন ছেড়ে যায়।
ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ বলেন, ‘কালনী ট্রেনটি যাত্রাবিরতির সময় স্টেশনের বাইরে ছিলাম। স্টাফরা আমাকে ঘটনাটি জানিয়েছেন। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।’
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহামেদ আজকের পত্রিকাকে বলেন, ভৈরব স্টেশনে থামার পর কালনী এক্সপ্রেস ট্রেনের বগিতে হামলার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যারা প্রকৃতপক্ষে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
১২ মিনিট আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
২০ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
২৩ মিনিট আগেরশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাতের বেলায় পুরো রাস্তা অন্ধকারে থাকে। শীতের সময় কুয়াশা পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাই দ্রুত সড়কবাতি স্থাপন করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে