Ajker Patrika

সুস্থতার জন্য পড়াশোনার সঙ্গে খেলাধুলায় মনোযোগী হতে হবে: মেয়র

  খুলনা প্রতিনিধি 
সুস্থতার জন্য পড়াশোনার সঙ্গে খেলাধুলায় মনোযোগী হতে হবে: মেয়র

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। সুস্থতার জন্য পড়াশোনার সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। ক্রীড়ার মাধ্যমে একজন শিক্ষার্থী প্রতিষ্ঠা অর্জন করতে পারে। প্রতিদিন শিক্ষার্থীরা শারীরিক অনুশীলন করলে মেধার বিকাশ ঘটে।’

আজ মঙ্গলবার বিকেলে নগরীর জিলা স্কুল মাঠে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মেয়র বলেন, ‘সরকারের উদ্যোগে প্রতিবছরই শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে। এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিজয়ী হতে পারেনি তাদের ভবিষ্যতে ভালো খেলাধুলা করে বিজয় ছিনিয়ে আনতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করে। এ টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে জানতে পারবে।’ 

খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক খো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। পরে মেয়র বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত