Ajker Patrika

কুয়েটের সংকট সমাধানে শিক্ষার্থীদের আলোচনার টেবিলে বসার আহ্বান

খুলনা প্রতিনিধি
কুয়েট ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কর্মচারীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
কুয়েট ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কর্মচারীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট আলোচনার টেবিলে বসে সমাধান করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েট কর্মচারী সমিতির নেতারা।

আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। উপাচার্যের সমর্থনে কর্মচারী সমিতির উদ্যোগে কর্মসূচিটি পালিত হয়।

কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল, মাস্টাররোল কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম প্রমুখ।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ‘আপনারা আলোচনার টেবিলে বসুন, আলোচনা করুন, সমাধান করুন—এই বিশ্ববিদ্যালয় যেন সুন্দরভাবে চলে, বিশ্বের কাছে যাতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাথা উঁচু করে পরিচয় দিতে পারে। তাঁরা যেন বলতে পারে, “আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।”’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত