কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুই সদস্যের কমিটিতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করা হয়েছে। এদিকে সংঘর্ষের এক দিন পরই মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গত ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়।
এর আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই কুষ্টিয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তারও আগে ২০১২ সালে সর্বশেষ জেলা বিএনপির কমিটি গঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কমিটি না হওয়ায় বেশ হতাশায় ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এতে সাংগঠনিক কর্মকাণ্ডেও নেমে আসে স্থবিরতা।
এদিকে মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের এক দিন পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উপজেলা বিএনপির কমিটি।
বুধবার রাত ৯টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর আগে ২০১৬ সালে ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আব্দুল হককে সভাপতি ও রহমত আলী রাব্বানকে সদস্যসচিব করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং মিরপুর উপজেলা কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্টের পর সারা দেশেই বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কুষ্টিয়াতে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। তার পরেও ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। আমরা নতুন করে সুযোগ পেয়েছি। আশা করছি কুষ্টিয়ায় আর কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটবে না। যারা এর আগে দায়িত্বে ছিল তাদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’
কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুই সদস্যের কমিটিতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করা হয়েছে। এদিকে সংঘর্ষের এক দিন পরই মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গত ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়।
এর আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই কুষ্টিয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তারও আগে ২০১২ সালে সর্বশেষ জেলা বিএনপির কমিটি গঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কমিটি না হওয়ায় বেশ হতাশায় ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এতে সাংগঠনিক কর্মকাণ্ডেও নেমে আসে স্থবিরতা।
এদিকে মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের এক দিন পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উপজেলা বিএনপির কমিটি।
বুধবার রাত ৯টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর আগে ২০১৬ সালে ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আব্দুল হককে সভাপতি ও রহমত আলী রাব্বানকে সদস্যসচিব করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং মিরপুর উপজেলা কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্টের পর সারা দেশেই বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কুষ্টিয়াতে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। তার পরেও ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। আমরা নতুন করে সুযোগ পেয়েছি। আশা করছি কুষ্টিয়ায় আর কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটবে না। যারা এর আগে দায়িত্বে ছিল তাদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৯ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৪২ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে