Ajker Patrika

স্ত্রী হত্যা মামলায় আবাসন ব্যবসায়ী তারেক বিশ্বাস কারাগারে

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২০: ৫৫
স্ত্রী হত্যা মামলায় আবাসন ব্যবসায়ী তারেক বিশ্বাস কারাগারে

স্ত্রী হত্যা মামলায় খুলনায় আবাসন ব্যবসায়ী তারেক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরীর আড়ংঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার তারেক বিশ্বাস খুলনা জেলা আওয়ামী লীগের নেতা ও নিউ বিশ্বাস প্রোপার্টিজের স্বত্বাধিকারী। এ ছাড়া তিনি আবাসন ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা ওরফে তারা বিশ্বাসের ছোট ভাই। 

পুলিশ জানায়, গত ২৪ মার্চ গুরুতর আহত অবস্থায় তারেক বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার মিলিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মিলির মা সেলিনা বেগম বাদী হয়ে তারেক বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ও হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে তারেক বিশ্বাসকে তার অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি তারেক বিশ্বাসের প্রথম স্ত্রী নাসিমা বেগম ও জনৈক বেল্লাল পলাতক রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত