Ajker Patrika

খুলনায় যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
খুলনায় যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় দিঘলিয়ায় যুবলীগ কর্মী মইনুল হত্যা মামলার আসামি মো. শাহ জালাল শান্ত হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার তাঁকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আনাম বান্না এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৬ মার্চ বিকেলে যুবলীগ কর্মী মাইনুল ইসলামকে আল আমিন ফোন করে দিঘলিয়ার সেনহাটি আদর্শ পল্লিতে ডেকে নেন। মইনুল সেখানের মনিরের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন মইনুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মইনুলের বাবা বাদী হয়ে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সংবাদ পেয়ে র‍্যাব-৬ খুলনার একটি দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার মইনুল হত্যা মামলার আসামি শান্ত হোসেন ঢাকার ভাটারা থানা বসুন্ধরা এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত