জীবননগর ও চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসিটিভি ফুটেজ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বার শেষে হাসপাতাল কোয়ার্টারে ফিরছিলেন জাহাঙ্গীর আলম। রাত ১১টা ৩৭ মিনিটে হাসপাতাল চত্বরে জাহাঙ্গীর আলম বিশ্বাসকে মারধর শুরু করেন জীবননগর পৌর যুবদলের সদস্য ইকতার রহমান। কিছুদিন আগেও ইকতার এই হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আরেক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদুজ্জামানকে লাঞ্ছিত করেন। তবে ভয়ে তিনি ঘটনার প্রতিবাদ করতে সাহস পাননি।
স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এলাকায় বিভিন্ন সময় চাঁদাবাজি করছে বিএনপির লোকজন। ইকতার রহমানও এসব চাঁদাবাজির সঙ্গে জড়িত।
আজ রোববার সকালে জাহাঙ্গীর বিশ্বাসকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার চেম্বার থেকে কোয়ার্টারে ফেরার সময় হঠাৎ আমার ওপর ইকতার হামলা করে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ছাড়া বিএনপির নেতাদের জানানো হয়েছে। তারা কী ব্যবস্থা নেয় সেটা দেখার অপেক্ষায় আছি, না হলে রাতে মামলা করব।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান বলেন, ‘হামলার বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। বিষয়টি দেখা হচ্ছে। তবে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
এ বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘হামলার বিষয়টি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছে। আর এ ঘটনায় জীবননগর থানায় অভিযোগ করতে বলা হয়েছে।’
অভিযুক্ত পৌর যুবদল সদস্য ইকতার রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। স্থানীয় লোকজন ছিলেন। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল।’
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসিটিভি ফুটেজ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বার শেষে হাসপাতাল কোয়ার্টারে ফিরছিলেন জাহাঙ্গীর আলম। রাত ১১টা ৩৭ মিনিটে হাসপাতাল চত্বরে জাহাঙ্গীর আলম বিশ্বাসকে মারধর শুরু করেন জীবননগর পৌর যুবদলের সদস্য ইকতার রহমান। কিছুদিন আগেও ইকতার এই হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আরেক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদুজ্জামানকে লাঞ্ছিত করেন। তবে ভয়ে তিনি ঘটনার প্রতিবাদ করতে সাহস পাননি।
স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এলাকায় বিভিন্ন সময় চাঁদাবাজি করছে বিএনপির লোকজন। ইকতার রহমানও এসব চাঁদাবাজির সঙ্গে জড়িত।
আজ রোববার সকালে জাহাঙ্গীর বিশ্বাসকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার চেম্বার থেকে কোয়ার্টারে ফেরার সময় হঠাৎ আমার ওপর ইকতার হামলা করে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ছাড়া বিএনপির নেতাদের জানানো হয়েছে। তারা কী ব্যবস্থা নেয় সেটা দেখার অপেক্ষায় আছি, না হলে রাতে মামলা করব।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান বলেন, ‘হামলার বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। বিষয়টি দেখা হচ্ছে। তবে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
এ বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘হামলার বিষয়টি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছে। আর এ ঘটনায় জীবননগর থানায় অভিযোগ করতে বলা হয়েছে।’
অভিযুক্ত পৌর যুবদল সদস্য ইকতার রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। স্থানীয় লোকজন ছিলেন। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল।’
বরিশালের মুলাদী-রহমতপুর মহাসড়কের মীরগঞ্জ ফেরিঘাটে সরকারি নতুন বইসহ একজনকে আটক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার (২ মে) বেলা ৩টার দিকে গোয়েন্দাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ বইসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
১ মিনিট আগেকক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় অপহৃত চার রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তাঁরা ছাড়া পেয়ে টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে একটি বাড়ির ভেতরে গড়ে তোলা হয়েছিল মিনি ‘আয়নাঘর’। সেখানে মানুষকে আটকে রেখে নির্যাতন, চাঁদাবাজি, জমি লিখে নেওয়া ও কিডনি বিক্রির মতো অভিযোগে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। শুক্রবার (২ মে) ভোরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে ঘরটির সন্ধান মেলে।
১ ঘণ্টা আগেস্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধের জন্য করা সব ‘কালো আইন’ বাতিলের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রতিবছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্য থেকে বিশ্ব মুক্ত
১ ঘণ্টা আগে