Ajker Patrika

নড়াইলে খাদ থেকে বাস চালকের মরদেহ উদ্ধার 

প্রতিনিধি, নড়াইল
নড়াইলে খাদ থেকে বাস চালকের মরদেহ উদ্ধার 

নড়াইলের সীমাখালী এলাকায় খাদ থেকে বাস চালক লিয়াকত সিকদারের (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

লিয়াকত সীমাখালী গ্রামের সোহরাব সিকদারের ছেলে। 

জানা যায়, মোটরসাইকেল বহরে লিয়াকত সিকদারসহ ১৩ জন লোহাগড়া থেকে নড়াইলের দিকে আসছিলেন। এরপর তাঁর লাশ সীমাখালী এলাকায় সড়কের একটি খাদ থেকে উদ্ধার করা হয়। 

মৃত লিয়াকত সিকদারের ছেলে পাভেল অভিযোগ করে বলেন, আমার বাবাকে সীমাখালী গ্রামের পলাশ-শিমুলসহ তাঁদের লোকজন হত্যা করেছেন। পায়ে কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্ত দাবি করছি। 

পাভেল আরও বলে, প্রথম দিকে আমার বাবা নড়াইল-কালিয়া সড়কে যাত্রীবাহী বাসের চালক ছিলেন। বর্তমানে ঢাকা রুটে পরিবহন চালাতেন তিনি। 

নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, প্রথমে ৯৯৯ লাইনে ফোন করে জানানো হয়, সীমাখালী এলাকার সড়কের খাদের এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। মরদেহ উদ্ধারের পর জানতে পারি ওই ব্যক্তির নাম লিয়াকত সিকদার।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কখন এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে লোকজন স্পষ্ট কিছু বলতে পারেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত