Ajker Patrika

নড়াইলে সৎদাদির বিরুদ্ধে চার বছরের শিশু হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার চরশামুকখোলা গ্রামে সৎদাদির বিরুদ্ধে শাহাদাত হোসেন নামের চার বছরের শিশু হত্যার অভিযোগ পাওয়া গেছে। শাহাদাতকে খুনের পর লাশ মাটিচাপা দেওয়া হয়। খবর পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে।

শাহাদাত উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্লার বর্তমান স্ত্রীর আগের ঘরের সন্তান। ইব্রাহিমের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর তিনি শাহাদাতসহ তার মাকে বিয়ে করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির সৎদাদি রাবেয়া বেগমকে (৬০) পুলিশ আটক করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির স্বজন ও এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, গতকাল বুধবার (১২ মার্চ) সকালে শাহাদাতের দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো যায়। এ নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া হয় এবং শাহাদাতকে বকাঝকা করা হয়। বিকেলে শাহাদাত বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে সন্ধ্যায় তার সন্ধান চাওয়া হয়।

ওসি আশিকুর রহমান আরও বলেন, মাইকে ঘোষণা শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে শাহাদাত ও তার দাদিকে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা পুকুরপাড়ে গিয়ে মাটিতে পুঁতে রাখা শাহাদাতের লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির দাদি রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।

লোহাগড়া থানার ওসি বলেন, ময়নাতদন্তের জন্য শিশু শাহাদাতের লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত