Ajker Patrika

বিএনপি-জামায়াত মাছ না পেয়ে ছিপে কামড় দিচ্ছে: সংসদ সদস্য চঞ্চল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২১: ১৮
বিএনপি-জামায়াত মাছ না পেয়ে ছিপে কামড় দিচ্ছে: সংসদ সদস্য চঞ্চল

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, ‘দেশের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত আজ দিশেহারা। তারা এখন মাছ না পেয়ে ছিপে কামড় দিচ্ছে।’ আজ বুধবার বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর সোনি আবাসিকের সামনে শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। 

চঞ্চল আরও বলেন, ‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাস রুখে দিতে আওয়ামী লীগ রাজপথে থাকবে। কোনোভাবেই তাদের সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করার সুযোগ দেওয়া হবে না।’ 

শান্তি সমাবেশে শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহসভাপতি ফারজেল হোসেন মণ্ডল, সহসভাপতি লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, সাবেক যুবলীগ সভাপতি মীর কাশেম, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদ হোসেন, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। 

শান্তি সমাবেশ উপলক্ষে আজ দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন স্থানীয় সোনি আবাসিকের সামনে। তাঁদের মুখে ছিল সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত