চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকির ওপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনের পদ স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চৌগাছা থানার পাশের পাঁচনামনা মোড়ে মেসার্স আরএস ফিলিং স্টেশনে ওই হামলার ঘটনা ঘটে।
গতকাল রাতে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
হামলার শিকার উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকি বলেন, ‘গতকাল দুপুরে আমি ওই পেট্রল পাম্পে মোটরসাইকেলে তেল নিতে যাই। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক রবিনসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়।’ তিনি বলেন, দলের সিনিয়র নেতারা কী সিদ্ধান্ত নেন, সেটা দেখে পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রকি জ্বালানি তেল নিতে মোটরসাইকেল নিয়ে পেট্রল পাম্পে দাঁড়িয়ে আছেন। এ সময় চার-পাঁচজন যুবক তাঁকে কিল-ঘুষি ও লাথি মারছেন। একজন প্রথমে আঘাত শুরু করলে অন্যরাও অংশ নেন।
এ বিষয়ে জসিম ও মোবারকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ছাত্রদলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত সোমবার চৌগাছায় সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়। ওই মিছিলে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের সদস্যসচিব মেহরান হাসান জিতুসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে জামায়াত, হেফাজত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। সেখানে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকিও বক্তব্য দেন।
এ বিষয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলা ছাত্রদল ইমন হাসান রকিসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তা ছাড়া সমাবেশ ও মিছিলে অংশ নেওয়ায় মোবাইল ফোনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিনসহ নেতাদের তিরস্কার করেন জেলা ছাত্রদলের নেতারা। বিষয়টি নিয়ে রকির ওপর ক্ষুব্ধ ছিলেন জসিম।
এদিকে গতকাল মঙ্গলবার ছিল কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত ফিলিস্তিনিদের সমর্থনে কর্মসূচি। ইমন হাসান রকি নিজ অনুসারী ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা সরকারি কলেজে কর্মসূচি পালন করেন। জসিম উদ্দিন ও মোবারক হোসেন রবিন সকাল সাড়ে ১০টার দিকে কলেজে কর্মসূচি পালন করতে চাইলে কলেজ অধ্যক্ষসহ সিনিয়র শিক্ষকেরা বলেন, ‘রকি তো কর্মসূচি সেরে চলে গেছে। বারবার শিক্ষার্থীদের দিয়ে কর্মসূচি করলে তো তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটে।’ তাতে জসিম ও মোবারক অপমানিত বোধ করেন। পরে ফিলিং স্টেশনে পেয়ে রকিকে মারধর করেন তাঁরা।
যশোরের চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকির ওপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনের পদ স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চৌগাছা থানার পাশের পাঁচনামনা মোড়ে মেসার্স আরএস ফিলিং স্টেশনে ওই হামলার ঘটনা ঘটে।
গতকাল রাতে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
হামলার শিকার উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকি বলেন, ‘গতকাল দুপুরে আমি ওই পেট্রল পাম্পে মোটরসাইকেলে তেল নিতে যাই। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক রবিনসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়।’ তিনি বলেন, দলের সিনিয়র নেতারা কী সিদ্ধান্ত নেন, সেটা দেখে পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রকি জ্বালানি তেল নিতে মোটরসাইকেল নিয়ে পেট্রল পাম্পে দাঁড়িয়ে আছেন। এ সময় চার-পাঁচজন যুবক তাঁকে কিল-ঘুষি ও লাথি মারছেন। একজন প্রথমে আঘাত শুরু করলে অন্যরাও অংশ নেন।
এ বিষয়ে জসিম ও মোবারকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ছাত্রদলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত সোমবার চৌগাছায় সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়। ওই মিছিলে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের সদস্যসচিব মেহরান হাসান জিতুসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে জামায়াত, হেফাজত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। সেখানে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকিও বক্তব্য দেন।
এ বিষয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলা ছাত্রদল ইমন হাসান রকিসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তা ছাড়া সমাবেশ ও মিছিলে অংশ নেওয়ায় মোবাইল ফোনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিনসহ নেতাদের তিরস্কার করেন জেলা ছাত্রদলের নেতারা। বিষয়টি নিয়ে রকির ওপর ক্ষুব্ধ ছিলেন জসিম।
এদিকে গতকাল মঙ্গলবার ছিল কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত ফিলিস্তিনিদের সমর্থনে কর্মসূচি। ইমন হাসান রকি নিজ অনুসারী ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা সরকারি কলেজে কর্মসূচি পালন করেন। জসিম উদ্দিন ও মোবারক হোসেন রবিন সকাল সাড়ে ১০টার দিকে কলেজে কর্মসূচি পালন করতে চাইলে কলেজ অধ্যক্ষসহ সিনিয়র শিক্ষকেরা বলেন, ‘রকি তো কর্মসূচি সেরে চলে গেছে। বারবার শিক্ষার্থীদের দিয়ে কর্মসূচি করলে তো তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটে।’ তাতে জসিম ও মোবারক অপমানিত বোধ করেন। পরে ফিলিং স্টেশনে পেয়ে রকিকে মারধর করেন তাঁরা।
জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় তানহা আক্তার (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার উত্তর সীমারপাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানহা ওই এলাকার জালাল মাস্টারের মেয়ে।
৩ মিনিট আগেগোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে সুশীল সমাজের ব্যক্তিবর্গের সমন্বয়ে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হবে।
৬ মিনিট আগেশিক্ষার্থীরা ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’—ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ করে। পরে তারা বোর্ড ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
৬ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ৪৯ নম্বর উত্তরপাড়া মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল সোমবার
১১ মিনিট আগে