Ajker Patrika

ডুমুরিয়ায় ট্রাকচাপায় ইজিবাইকের শিশুসহ ৫ আরোহী নিহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ০৪
ডুমুরিয়ায় ট্রাকচাপায় ইজিবাইকের শিশুসহ ৫ আরোহী নিহত

খুলনার ডুমুরিয়ায় মাটিবাহী ডাম্প ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী–শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের খুলনা–সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের আব্দুল হান্নানের ছেলে সাব্বির মোড়ল (২৫), শোভনা ইউনিয়নের জিয়েরতলা গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (২৮), বিশ্বজিতের ৬ বছরের শিশুকন্যা অন্বি বিশ্বাস, বিশ্বজিতের শ্যালক অপু ঢালীর স্ত্রী নীপা ঢালী (২৫) ও নীপা ঢালীর মা বিলপাবলা গ্রামের অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাটি আনলোড করে চালক সাজু আহম্মেদ ট্রাকটি চালিয়ে ডুমুরিয়া উপজেলা কুলবাড়িয়া গ্রামে অবস্থিত পুষ্পক সরদার এমএসবি ব্রিকসে আসছিলেন। দ্রুতগতি সম্পন্ন ট্রাকটি খুলনা সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহা গ্রামের আসলে বিপরীত দিক (চুকনগর বাজার এলাকা থেকে) থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদহা গ্রামের মাস্টার আব্দুল হান্নান মোড়লের ছেলে সাব্বির মোড়ল (২৮) ও ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাসের শ্বাশুড়ি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পশ্চিম বিলপাবলা এলাকার অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫) মারা যান। 

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস (৩৮), খুমেক হাসপাতালে মেয়ে অর্ণি বিশ্বাস (৪), নিহত অমরী ঢালীর পুত্রবধূ নিপা ঢালী (২৫) মারা যান। 

ইজিবাইক চালক বিশ্বজিত বিশ্বাসের স্ত্রী অন্তিমা ঢালী (২৮) ও দক্ষিণ বিলপাবলা এলাকার অর্জিত ঢালী (৬) গুরুতর আহত হয়েছেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকান্ত কুমার সাহা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ডুমুরিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস অফিস ও খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক থানা পুলিশের হেফাজতে রয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদউদ্দিন আহমেদ বলেন, চারটি মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও একটি মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত