Ajker Patrika

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

আপডেট : ০১ মে ২০২৩, ২০: ৪৯
জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় আনছার উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জীবননগর-চ্যাংখালী সড়কের মুকুল টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনছার উদ্দিন জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে বাড়ি থেকে আনছার উদ্দিন বাইসাইকেলে বাজারের দিকে যাচ্ছিলেন। মুকুল টাওয়ারের কাছে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

গভর্নরের গাড়ি আটকে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত