Ajker Patrika

বেনাপোল সীমন্তে পুকুর পাড় থেকে ১৬টি পরিত্যক্ত ককটেল উদ্ধার 

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল সীমন্তে পুকুর পাড় থেকে ১৬টি পরিত্যক্ত ককটেল উদ্ধার 

যশোরের বেনাপোল সীমান্তের বালুন্ডা গ্রাম থেকে ১৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আজ শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা-বারপোতা সড়কের একটি পুকুর পাড় থেকে ককটেলগুলো উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় নাশকতামূলক কাজের উদ্দেশ্যে কে বা কারা বিপুল পরিমাণ ককটেল উল্লেখিত ঘটনাস্থলে মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল উদ্ধার করা হয়। কারা ককটেলগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত