Ajker Patrika

স্বামী-সন্তান ফেলে ‘প্রেমিকের’ হাত ধরে পলায়ন, পরে জেলহাজতে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৫৪
স্বামী-সন্তান ফেলে ‘প্রেমিকের’ হাত ধরে পলায়ন, পরে জেলহাজতে

খুলনার পাইকগাছায় স্বামী-সন্তান ফেলে কথিত প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন এক গৃহবধূ। কিন্তু গতকাল সোমবার রাতে তাঁদের আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে আদালতের মাধ্যমে দুই ধর্মের অনুসারী দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন বলেন, খুলনার টুটপাড়া এলাকার বাসিন্দা সাগর সরকারের (২৭) সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় বগুড়ার সোনাতলা এলাকার বাসিন্দা (৩০) ওই গৃহবধূর। তাঁর আট বছরের একটি সন্তান রয়েছে।

ওই গৃহবধূর স্বামী ঢাকায় একটি কারখানায় চাকরি করেন। এই সুযোগে দুজন গত সোমবার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে বন্ধুর বাড়ি বেড়াতে যান। এ সময় এলাকাবাসী থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, দুজন ভিন্ন ধর্মাবলম্বী। তাঁরা বিয়ে করেননি বলে জানিয়েছেন। ৫৭ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত