ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ‘দাবি করা যৌতুক না পাওয়ায়’ বিয়ের আসর থেকে বর পালানোর অভিযোগে মামলা দায়ের করে কনের পরিবার। পরে এ ঘটনায় বর, তাঁর বাবা ও ভাইকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত শুক্রবার উপজেলার মেছাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল এলাকার আলিয়া মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার মোল্লা, তাঁর বড় ছেলে শিবলী হাসান মোল্লা (বর), ছোট ছেলে সাব্বির হাসান।
মামলার বিবরণে জানা যায়, শুক্রবার শিবলীর সঙ্গে ওই তরুণীর বিয়ের দিন ধার্য হয়। সে অনুযায়ী ঘটনার দিন জুমার নামাজের পর ছেলেপক্ষ বিয়ের সাজে ৩৫ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে হাজির হয়। এ সময় বরের বাবা ও ছোট ভাইয়ের পরামর্শে বিয়ের আগেই যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়। মেয়ের বাবা দাবি করা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর ওই বরকে খোঁজার নাম করে বরযাত্রীর লোকজনও একে একে স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় উপায় না পেয়ে মেয়ের বাবা বাদী হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই ডুমুরিয়া থানার পুলিশ বরসহ তিনজনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, ‘এ ঘটনায় যৌতুক আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলার পরপরই আসামি বর শিবলী হাসান, পিতা আব্দুস সাত্তার ও ছোট ভাই সাব্বির হাসানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’
খুলনার ডুমুরিয়ায় ‘দাবি করা যৌতুক না পাওয়ায়’ বিয়ের আসর থেকে বর পালানোর অভিযোগে মামলা দায়ের করে কনের পরিবার। পরে এ ঘটনায় বর, তাঁর বাবা ও ভাইকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত শুক্রবার উপজেলার মেছাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল এলাকার আলিয়া মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার মোল্লা, তাঁর বড় ছেলে শিবলী হাসান মোল্লা (বর), ছোট ছেলে সাব্বির হাসান।
মামলার বিবরণে জানা যায়, শুক্রবার শিবলীর সঙ্গে ওই তরুণীর বিয়ের দিন ধার্য হয়। সে অনুযায়ী ঘটনার দিন জুমার নামাজের পর ছেলেপক্ষ বিয়ের সাজে ৩৫ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে হাজির হয়। এ সময় বরের বাবা ও ছোট ভাইয়ের পরামর্শে বিয়ের আগেই যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়। মেয়ের বাবা দাবি করা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর ওই বরকে খোঁজার নাম করে বরযাত্রীর লোকজনও একে একে স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় উপায় না পেয়ে মেয়ের বাবা বাদী হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই ডুমুরিয়া থানার পুলিশ বরসহ তিনজনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, ‘এ ঘটনায় যৌতুক আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলার পরপরই আসামি বর শিবলী হাসান, পিতা আব্দুস সাত্তার ও ছোট ভাই সাব্বির হাসানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’
জোটের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও খুনিদের বিচার করা, দেশটা গুছিয়ে আনা। তা না করে তারা দেশের বাণিজ্য, শিল্প, কৃষি ও জ্বালানি নীতি মার্কিন সাম্রাজ্যবাদের কথামতো বাস্তবায়ন করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যা করত, এই
১ মিনিট আগেমানিকগঞ্জের সিংগাইরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাঁকে পার্বত্য জেলা বান্দরবানে পাঠানো হয়েছে। বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম
৪ মিনিট আগেনিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
১৫ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে