Ajker Patrika

ঈদের ছুটি শেষে খুবি খুলছে আগামীকাল

খুবি প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১১: ১৯
ঈদের ছুটি শেষে খুবি খুলছে আগামীকাল

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রোববার খুলছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। এদিন থেকে ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো গত বুধবার থেকে খুলে দেওয়া হয়েছে। সেদিন থেকেই শিক্ষার্থীরা হলে আসতে শুরু করেছেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল গত ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বন্ধ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত