দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে।
এ বিষয়ে জানতে কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তাঁরা কোনো তথ্য দিতে পারেননি। তবে নদীতে টর্নেডোর ঘটনা যে ঘটেছে, তা নিশ্চিত করেছেন তাঁরা।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা বলেন, ‘বিকেলের দিকে হঠাৎ করে বাতাসের সঙ্গে পাক খেয়ে পদ্মা নদীর পানি আকাশে উঠে যাচ্ছে। এতে আমরা ভয় পাই। এমন দৃশ্য স্থানীয়রা মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে নজরে আসে অনেকের। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে।
এ বিষয়ে জানতে কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তাঁরা কোনো তথ্য দিতে পারেননি। তবে নদীতে টর্নেডোর ঘটনা যে ঘটেছে, তা নিশ্চিত করেছেন তাঁরা।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা বলেন, ‘বিকেলের দিকে হঠাৎ করে বাতাসের সঙ্গে পাক খেয়ে পদ্মা নদীর পানি আকাশে উঠে যাচ্ছে। এতে আমরা ভয় পাই। এমন দৃশ্য স্থানীয়রা মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে নজরে আসে অনেকের। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণের চার দিন পর ছৈয়দ নূর নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার ঘুমধুমের আজুখাইয়া গ্রামের ঢলুবনিয়া পাহাড়ি এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
১৪ মিনিট আগেস্কুল ছুটির ঘণ্টা বাজার কিছুক্ষণ আগেই মেয়েকে নিতে এসেছিলেন লামিয়া ইসলাম সোনিয়া। প্রতিদিনের মতো মেয়ের জন্য অপেক্ষা করছিলেন তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের সামনে। কিন্তু আজকের দিনটি আর আগের দিনের মতো থাকল না।
১৪ মিনিট আগেবরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ সাগর হাওলাদার (৩৮) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে নদীর দপদপিয়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯ মিনিট আগেক্লাস শেষে স্কুল ছুটির ঘণ্টা বেজেছিল। শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল ছাত্রছাত্রীরা। ঠিক সেই সময় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তে চারপাশ ঢেকে যায় আগুন ও ধোঁয়ায়।
২২ মিনিট আগে