Ajker Patrika

২১ দিন পর অপহৃত কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ 

খুলনা প্রতিনিধি
২১ দিন পর অপহৃত কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ 

২১ দিন পর খুলনা থেকে অপহৃত কিশোরীকে (১৫) ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ র্যাব-১৪ এর সহযোগিতায় ময়মনসিংহের ভালুকা থেকে ভিকটিমকে উদ্ধার করে।

এ সময় কাজল মোড়ল আকাশ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি গ্রামের বাসিন্দা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (সিটি এসপি) উপকমিশনার রাশিদা বেগম জানান, গত ২১ আগস্ট খুলনা মহানগরীর আহসান আহম্মেদ রোডের একটি কোচিং সেন্টারের সামনে থেকে কাজলসহ কতিপয় ব্যক্তি কিশোরীকে জোরপূর্বক প্রাইভেটকারে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ২৭ আগস্ট ভিকটিমের বাবা খুলনা থানায় একটি মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার একটি টিম নিয়ে বিভিন্ন জেলায় অভিযানে নামে।

একপর্যায়ে অপহরণকারী কাজল মোড়ল আকাশের অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত