Ajker Patrika

ইবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীর নামে মামলা, গ্রেপ্তার ৫

ইবি প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে নয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইবি থানায় ভুক্তভোগী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থী মো. তারেক বাদী হয়ে মামলাটি করেন। গতকাল সোমবার মধ্যরাত থেকে পুলিশি হেফাজতে থাকা পাঁচজনকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শেহান শরীফ শেখ, শরিফুল ইসলাম লিমন, কান্ত বড়ুয়া, জিহাদ, শফিউল্লাহ, তরিকুল, মুকুল ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সঞ্চয় বড়ুয়া। তাঁদের মধ্যে থানায় আটক ছিলেন সাব্বির, শেহান, লিমন, কান্ত ও সঞ্জয়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দীন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

গত ২ নভেম্বর থেকে বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর হাতে ক্রমাগত র‍্যাগিংয়ের শিকার হন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী। ভুক্তভোগীদের পাঁচ রকম হাসি দিতে বলা হয়, বাজে ভাষায় কথা বলতে বলাসহ নাচতে বলা হয়। পরিচয় শেখানোর নামে যৌন বিকৃতিমূলক আচরণ করানো হয়। নীল ছবির বিভিন্ন চরিত্রসহ নানা অসৌজন্যমূলক আচরণ করা হয় এসব শিক্ষার্থীর সঙ্গে।

এদিকে এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটি আগামী রোববারের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত