কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারের নওশের মোড়ে এ ঘটনা ঘটে।
ওই মুক্তিযোদ্ধার নাম আব্দুর রহমান (৭০)। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং একই ইউনিয়নের রামনগর এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরে মো. রয়েল হোসাইন নামের একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের শরীরের বিভিন্ন অংশে আঘাতের ছবি এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ স্বাধীনতার ৫৫ বছর পরও যদি দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা হয়। মেরে পাঁজরের হাড় ও পা ভেঙে ফেলা হয়, তাহলে তাঁদের কী দরকার ছিল সেই স্বাধীনতা আনার?!! ধিক্কার সে বাঙালি জাতির, যে জাতি তার সূর্যসন্তানদের এভাবে প্রতিদান দেয়। আর ধিক্কার আমাদের বর্তমান সমাজব্যবস্থা এবং সমাজপতিদের, যাঁদের প্রচ্ছন্ন আশকারায় আজকের এ পরিণতি।’
ভিডিওতে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, ‘শনিবার সকালে প্রেসার মাপার জন্য পান্টি বাজারের সাবু ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখান থেকে বাইরে বের হলে একটি মোটরসাইকেলে তিন যুবক এসে লাঠি দিয়ে পেছন থেকে আমার পায়ে ও ঘাড়ের নিচে আঘাত করে। পেছন থেকে আঘাত করায় তাদের আমি চিনতে পারি নাই। সেখান থেকে এসে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হই। মনে হচ্ছে হাতের হাড় ভেঙে গেছে। আবার হাসপাতালে যেতে হবে।’
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘এর আগে পান্টি এলাকায় রাজাকার নামে পরিচিত কাশেম সর্দারের ছেলে আবু বক্করের নেতৃত্বে তাঁর লোকজন আমাকে বাজারের ওপর লাঞ্ছিত করেছিল। আমি কী করেছি জানি না। দেশ স্বাধীন করে এই কী মানুষের পাওনা। এখন আমাকে রাজাকারের হাতে নিগৃহীত হতে হবে। রাজাকারের ছেলে এসে আমাকে মারবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পান্টি বাজারের কিছু ব্যবসায়ী বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রহমান নওশেরের মোড়ে এলে অজ্ঞাতনামা ব্যক্তিরা লাঠিসোঁটা দিয়ে মারধর করে চলে যায়। এরপর পান্টি বাজারে এক পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে ওই মুক্তিযোদ্ধা চলে যান। তবে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় বলতে পারেননি। তাঁদের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আব্দুর রহমান নামের এক মুক্তিযোদ্ধা মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, পান্টি বাজারে এক মুক্তিযোদ্ধাকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার কুমারখালীতে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারের নওশের মোড়ে এ ঘটনা ঘটে।
ওই মুক্তিযোদ্ধার নাম আব্দুর রহমান (৭০)। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং একই ইউনিয়নের রামনগর এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরে মো. রয়েল হোসাইন নামের একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের শরীরের বিভিন্ন অংশে আঘাতের ছবি এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ স্বাধীনতার ৫৫ বছর পরও যদি দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা হয়। মেরে পাঁজরের হাড় ও পা ভেঙে ফেলা হয়, তাহলে তাঁদের কী দরকার ছিল সেই স্বাধীনতা আনার?!! ধিক্কার সে বাঙালি জাতির, যে জাতি তার সূর্যসন্তানদের এভাবে প্রতিদান দেয়। আর ধিক্কার আমাদের বর্তমান সমাজব্যবস্থা এবং সমাজপতিদের, যাঁদের প্রচ্ছন্ন আশকারায় আজকের এ পরিণতি।’
ভিডিওতে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, ‘শনিবার সকালে প্রেসার মাপার জন্য পান্টি বাজারের সাবু ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখান থেকে বাইরে বের হলে একটি মোটরসাইকেলে তিন যুবক এসে লাঠি দিয়ে পেছন থেকে আমার পায়ে ও ঘাড়ের নিচে আঘাত করে। পেছন থেকে আঘাত করায় তাদের আমি চিনতে পারি নাই। সেখান থেকে এসে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হই। মনে হচ্ছে হাতের হাড় ভেঙে গেছে। আবার হাসপাতালে যেতে হবে।’
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘এর আগে পান্টি এলাকায় রাজাকার নামে পরিচিত কাশেম সর্দারের ছেলে আবু বক্করের নেতৃত্বে তাঁর লোকজন আমাকে বাজারের ওপর লাঞ্ছিত করেছিল। আমি কী করেছি জানি না। দেশ স্বাধীন করে এই কী মানুষের পাওনা। এখন আমাকে রাজাকারের হাতে নিগৃহীত হতে হবে। রাজাকারের ছেলে এসে আমাকে মারবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পান্টি বাজারের কিছু ব্যবসায়ী বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রহমান নওশেরের মোড়ে এলে অজ্ঞাতনামা ব্যক্তিরা লাঠিসোঁটা দিয়ে মারধর করে চলে যায়। এরপর পান্টি বাজারে এক পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে ওই মুক্তিযোদ্ধা চলে যান। তবে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় বলতে পারেননি। তাঁদের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আব্দুর রহমান নামের এক মুক্তিযোদ্ধা মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, পান্টি বাজারে এক মুক্তিযোদ্ধাকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
৫ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
৫ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
৫ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
৫ ঘণ্টা আগে