তেরখাদা (খুলনা) প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই যমজ শিশু ইসরাত জাহান মনি ও নুসরাত জাহান মুক্তা (২ মাস ১২ দিন) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহ্ ও কানিজ ফাতেমা কণা দম্পতির মেয়ে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, তেরখাদার কুশলা গ্রামের খায়ের শেখের মেয়ে কানিজ ফাতেমা কণার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহর সঙ্গে চার বছর আগে বিয়ে হয়। প্রায় চার বছর পর তার দুই কন্যাসন্তানের জন্ম হয়। কানিজ ফাতেমা প্রায় তিন মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং এখানেই শিশু দুটির জন্ম হয়। গতকাল রাত ৩টার দিকে দুই শিশুকে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েন মা। ভোরে ঘুম ভাঙার পর শিশুদের আর খুঁজে পাচ্ছিলেন না তিনি। তাঁর ডাক-চিৎকারে ঘুম ভাঙে বাড়ির অন্যদের। সে সময়ে স্বামী মাসুম বিল্লাহ্ ছিলেন না শ্বশুরবাড়িতে। খবর পেয়ে মোল্লাহাট থেকে নিহত শিশুদের পিতা মাসুম বিল্লাহ্ও ঘটনাস্থলে পৌঁছান। অনেক খোঁজাখুঁজির পর শিশুদের লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
শিশুদ্বয়ের মা কানিজ ফাতেমা কণা বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম, গভীর রাতে উঠে বাচ্চাদের দুধ পান করাই। ভোরে উঠে দেখি আমার বাচ্চারা নেই। কান্নাকাটি করি। পরে লোকজন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। শিশু দুটির বয়স দুই মাস, তারা হেঁটে হেঁটে কীভাবে পুকুরে যাবে, এটি হত্যাকাণ্ড।’
খবর পেয়ে আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (এ) এস এম রাজু আহমেদ, তেরখাদা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছাগলাদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. উজ্জ্বল শেখ বলেন, শিশুদ্বয়ের মা ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখে তার বাচ্চারা নেই, তখন দরজা খোলা দেখে তার বাচ্চা চুরি হয়ে গেছে ভেবে কান্নাকাটি করে। তখন স্থানীয় লোকজন তল্লাশি চালায় এবং মসজিদে বাচ্চা সন্ধানের জন্য মাইকিং করেন। পরে সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা বাচ্চা দুটিকে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলম বলেন, শিশু দুটিকে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুর পিতা মাসুম বিল্লাহ্ এবং শিশুদ্বয়ের নানা-নানিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই যমজ শিশু ইসরাত জাহান মনি ও নুসরাত জাহান মুক্তা (২ মাস ১২ দিন) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহ্ ও কানিজ ফাতেমা কণা দম্পতির মেয়ে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, তেরখাদার কুশলা গ্রামের খায়ের শেখের মেয়ে কানিজ ফাতেমা কণার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহর সঙ্গে চার বছর আগে বিয়ে হয়। প্রায় চার বছর পর তার দুই কন্যাসন্তানের জন্ম হয়। কানিজ ফাতেমা প্রায় তিন মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং এখানেই শিশু দুটির জন্ম হয়। গতকাল রাত ৩টার দিকে দুই শিশুকে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েন মা। ভোরে ঘুম ভাঙার পর শিশুদের আর খুঁজে পাচ্ছিলেন না তিনি। তাঁর ডাক-চিৎকারে ঘুম ভাঙে বাড়ির অন্যদের। সে সময়ে স্বামী মাসুম বিল্লাহ্ ছিলেন না শ্বশুরবাড়িতে। খবর পেয়ে মোল্লাহাট থেকে নিহত শিশুদের পিতা মাসুম বিল্লাহ্ও ঘটনাস্থলে পৌঁছান। অনেক খোঁজাখুঁজির পর শিশুদের লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
শিশুদ্বয়ের মা কানিজ ফাতেমা কণা বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম, গভীর রাতে উঠে বাচ্চাদের দুধ পান করাই। ভোরে উঠে দেখি আমার বাচ্চারা নেই। কান্নাকাটি করি। পরে লোকজন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। শিশু দুটির বয়স দুই মাস, তারা হেঁটে হেঁটে কীভাবে পুকুরে যাবে, এটি হত্যাকাণ্ড।’
খবর পেয়ে আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (এ) এস এম রাজু আহমেদ, তেরখাদা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছাগলাদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. উজ্জ্বল শেখ বলেন, শিশুদ্বয়ের মা ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখে তার বাচ্চারা নেই, তখন দরজা খোলা দেখে তার বাচ্চা চুরি হয়ে গেছে ভেবে কান্নাকাটি করে। তখন স্থানীয় লোকজন তল্লাশি চালায় এবং মসজিদে বাচ্চা সন্ধানের জন্য মাইকিং করেন। পরে সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা বাচ্চা দুটিকে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলম বলেন, শিশু দুটিকে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুর পিতা মাসুম বিল্লাহ্ এবং শিশুদ্বয়ের নানা-নানিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৪ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৪ ঘণ্টা আগে