Ajker Patrika

জ্বলতে থাকা সুন্দরবনে আশীর্বাদ হয়ে এল বৃষ্টি

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২৪, ২২: ২৬
জ্বলতে থাকা সুন্দরবনে আশীর্বাদ হয়ে এল বৃষ্টি

তিন দিন ধরে জ্বলছিল সুন্দরবনের আগুন। আজ সোমবার বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নেভেনি। তবে সন্ধ্যার দিকে হঠাৎ বাগেরহাটে শুরু হয় তুমুল বৃষ্টি। থেমে থেমে মুষলধারে বৃষ্টি চলে প্রায় দেড় ঘণ্টা। এর ফলে সুন্দরবনের আগুন সম্পূর্ণ নিভে গেছে বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, সুন্দরবন পূর্ব বন বিভাগের আমোরবুনিয়া এলাকায় থেমে থেমে প্রায় দেড় ঘণ্টা বৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘বৃষ্টি সুন্দরবনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বৃষ্টির মধ্যেও আমরা বনে ছিলাম। আগুন নির্বাপণে অংশ নেওয়া বনরক্ষী ও বনকর্মীরা এখন আমোরবুনিয়া ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। আমাদের কাছে মনে হয়েছে বনের মধ্যে এখন আর আগুন নাই। এরপরও বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকায় বিশেষ নজর রাখা হবে।’

গত শনিবার বিকেলে সুন্দরবনের আমোরবুনিয়া এলাকায় আগুনের খবর পায় সুন্দরবন পূর্ব বন বিভাগ। খবর পাওয়ার পরপরই বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ দিন সন্ধ্যা নামায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা শুরু করতে পারেনি বন বিভাগ।

পুরে যাওয়া সুন্দরবন। ছবি: আজকের পত্রিকাপরে রোববার সকালে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্ট গার্ড ও বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নির্বাপণ শুরু করে। আজ সকাল থেকে সবার সম্মিলিত চেষ্টায় আগুন নেভানোর কাজ আরও জোরদার করা হয়। দুপুর নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ফায়ার সার্ভিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত