Ajker Patrika

পৌরসভার ফটকে ময়লা ফেলে কর্মবিরতি পরিচ্ছন্নতা কর্মীদের

কুষ্টিয়া প্রতি‌নিধি
কুষ্টিয়া পৌরসভার ফটকের সামনে ময়লা ফেলে কর্মবিরতি পালন করে পরিচ্ছন্নতা কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
কুষ্টিয়া পৌরসভার ফটকের সামনে ময়লা ফেলে কর্মবিরতি পালন করে পরিচ্ছন্নতা কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভার ফটকের সামনে ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। আজ রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। প‌রে কর্তৃপ‌ক্ষের আশ্বা‌সে তারা আন্দোলন বন্ধ ক‌রে চলে যান।

আন্দোলনকারী পরিচ্ছন্নতাকর্মীরা ব‌লেন, `কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। কর্মীরা ময়লা আবর্জনার কাজ করে হাজিরা পায় দিনে ২৭৫ টাকা। অথচ যেকোন দিনমজুরকে হাজিরা হিসেবে কমপক্ষে ৫’শ টাকা দিতে হয়। তাই বাধ্য হয়ে তিন দফা দাবি আদায়ে আজ পৌরসভা গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছি। এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। দাবি না নামা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে কুষ্টিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মে‌হেদী হাসান আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, `বিষয়‌টি আস‌লে ভুল বুঝাবু‌ঝি থে‌কে হ‌য়ে‌ছে। জুলাই মাস থে‌কে তা‌দের বেতন বাড়ানোর কথা ছিল। এই নি‌য়ে কাজ চলছে। তা‌দের সা‌থে কথা হ‌য়ে‌ছে। দ্রুত তা‌দের দা‌বি পূরণ করা হ‌বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের আকাঙ্ক্ষা হারিয়ে গেছে

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত