Ajker Patrika

মনিরামপুরে প্রভাতফেরি শেষে ঘুরতে বেরিয়ে স্কুলছাত্রের মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
Thumbnail image

যশোরের মনিরামপুরে প্রভাতফেরি শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় মিরাজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মাসুদুর রহমান নামে আরেক জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার রাজগঞ্জ-কেশবপুর সড়কের রামপুর জামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বাণী ইসরাইল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। হতাহতরা দুজনেই রাজগঞ্জে মনিরামপুর পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। 

নিহত স্কুলছাত্র মিরাজুল উপজেলার শৈলী গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং আহত মাসুদুর রহমান উপজেলার হাজরাকাটি বেলতলা গ্রামের তজিবুর রহমানের ছেলে। 

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে বাবার মোটরসাইকেল নিয়ে স্কুলে ভাষা শহীদ দিবসের প্রভাত ফেরিতে যায় মিরাজুল। প্রভাত ফেরি শেষ করে বন্ধু মাসুদুরকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় সে। তারা রামপুর জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় দুজনই।’ 

এসআই ইমরান বলেন, ‘স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদুরকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত