অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে খুলনার ফুলতলার আওয়ামী লীগ ও যুবলীগের নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার রাজঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে গল্প করার সময় সন্ত্রাসীরা এ হামলা চালায়। গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ দুজন হলেন খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজীব ভূঁইয়া।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজীব ও তাঁদের সহযোগী নাসিম মোল্লা গতকাল শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুই-তিনজন সন্ত্রাসী এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে লিটু ও সজীব গুলিবিদ্ধ হন।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন তাঁদের দ্রুত খুলনার দুটি হাসপাতালে নিয়ে যায়। দুজনেরই পেটে গুলি লেগেছে। এর মধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে অভয়নগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
তবে এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে যাওয়ার পথে সন্ত্রাসীরা ওই তিনজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে তিনজনই গুরুতর আহত হন।
যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে খুলনার ফুলতলার আওয়ামী লীগ ও যুবলীগের নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার রাজঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে গল্প করার সময় সন্ত্রাসীরা এ হামলা চালায়। গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ দুজন হলেন খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজীব ভূঁইয়া।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজীব ও তাঁদের সহযোগী নাসিম মোল্লা গতকাল শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুই-তিনজন সন্ত্রাসী এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে লিটু ও সজীব গুলিবিদ্ধ হন।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন তাঁদের দ্রুত খুলনার দুটি হাসপাতালে নিয়ে যায়। দুজনেরই পেটে গুলি লেগেছে। এর মধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে অভয়নগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
তবে এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে যাওয়ার পথে সন্ত্রাসীরা ওই তিনজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে তিনজনই গুরুতর আহত হন।
ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পরশুরাম উপজেলা।
৪ মিনিট আগেটানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত ২০টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে এক লাখের বেশি মানুষ।
৮ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘২০০০ সাল থেকে ২৫ বছরে সীমান্তে বিএসএফ ১ হাজার ২০০ মানুষকে হত্যা করেছে। বিএসএফ সীমান্তরক্ষী নয়, একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। তারা শুধু খুন করতে চায়। খুন করা তাদের নেশা। বিএসএফ মানবতাবিরোধী বাহিনী। আমরা সীমান্ত হত্যা মেনে নেব না। আমরা ভারত
১৭ মিনিট আগেঢাকার সাভারে সরকারি জমি উদ্ধারের জন্য দখলদারদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় ভূমি অফিসের এক কর্মকর্তা। আজ বুধবার বিকেলে শ্যামলাশী এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলার শিকার কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা।
২৪ মিনিট আগে