Ajker Patrika

দেশের জন্য সময় দিতে হয়, মাগুরায় সময় দেওয়া কঠিন: সাকিব 

মাগুরা প্রতিনিধি
দেশের জন্য সময় দিতে হয়, মাগুরায় সময় দেওয়া কঠিন: সাকিব 

মাগুরা–১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান বলেছেন, ‘দেশের জন্য সময় দিতে হয়, তাই মাগুরার জন্য সময় দেওয়া কঠিন হয়ে গেছে।’ 

আজ রোববার মাগুরা যুব উন্নয়ন কার্যালয়ে যানবাহন চালনা প্রশিক্ষণ, বিউটিফিকেশন, ফ্রিল্যান্সিং ও হাঁস–মুরগি পালন (আবাসিক) কোর্সের উদ্বোধন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাকিব আল হাসান। 

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাগুরায় কম সময় দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সময় পেলে নিজ এলাকায় ফিরে আসছি। গত তিন দিন বিভিন্ন সময়ে মাগুরা এসেছি। সবার কথা শোনার চেষ্টা করেছি।’ 

মাগুরায় আওয়ামী লীগের দলীয় বিভক্তি তৈরি হচ্ছে কি–না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সংসদ সদস্য, আমি দলের একটা অংশ। তাই দলের যারা পদ-পদবিতে আছেন তারাই বিষয়টি দেখবেন। এখানে আমার কাছে বিভক্তির সুযোগ নেই। যারা আওয়ামী লীগ করে তারা সবাই দলের জন্য কাজ করবে এটাই আমার প্রত্যাশা।’ কোনো প্রয়োজন হলে তাঁর কার্যালয় শহরের কেশব মোড়ে সবাই আসতে পারেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত