Ajker Patrika

বেনাপোলে ৪০ বোতল ফেনসিডিলসহ আনসার সদস্য গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১৯: ৩৪
বেনাপোলে ৪০ বোতল ফেনসিডিলসহ আনসার সদস্য গ্রেপ্তার

যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ রাকিবুল ইসলাম (৩০) নামের এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গ্রেপ্তার আনসার সদস্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশখালী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেনাপোল বন্দরের বাইপাস সড়ক থেকে বন্দর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

বন্দর আনসার কমান্ডার কাকন মণ্ডল বলেন, রাকিবুল ইসলাম এর আগে বেনাপোল বন্দরের নিরাপত্তাকর্মী হিসেবে ছিলেন। গত ১৩ জুন বেনাপোল বন্দর থেকে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে তাঁর বদলি হয়। তিনি যশোরে কর্মরত ছিলেন।

বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, তাঁদের কাছে গোপন খবর আসে, এই যুবক বেনাপোল থেকে মাদক নিয়ে যশোরে সরবরাহ করেন। এমন খবরে তাঁর গতিবিধির ওপর নজর রাখা হয়। একপর্যায়ে বন্দরের বাইপাস সড়ক থেকে তাঁকে ধরা হয়। পরে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত