Ajker Patrika

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলির করার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুজাহিদ পাড়ায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মেহেদী হাসান রোহান (২৫)। আহত অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোহান মুজাহিদ পাড়া এলাকার বাসিন্দা এবং ওই এলাকার ‘চিহ্নিত’ মাদক কারবারি বলে জানা গেছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত সোয়া ১টার দিকে তিন জন যুবক কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেয় রোহানকে। পরে তাঁকে লক্ষ্য করে ওই যুবকেরা গুলি করতে থাকে। একটি গুলি তার বাম পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গুলিবিদ্ধ রোহানের বিরুদ্ধে খুলনা এবং লবণচরা থানায় একাধিক মামলা রয়েছে। এলাকার মাদক বিক্রিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ‘গোলাগুলির ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত