Ajker Patrika

শ্যামনগরে নাশকতার ২ মামলায় বিএনপি-জামায়াতের ৪০ জন গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে নাশকতার ২ মামলায় বিএনপি-জামায়াতের ৪০ জন গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার দুই মামলায় বিএনপি-জামায়াতের সাড়ে ৩ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মামলার দায়েরের পর আত্মগোপনে চলে গেছেন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা।

শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন নাশকতার দুই মামলায় ৪০ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় জানা গেছে, গত ২৮ অক্টোবর রাতে উপজেলার কাশিমাড়ীর বল্লারটোপ এলাকায় নাশকতার পরিকল্পনাসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে প্রথম মামলা করা হয়। শ্যামনগর থানার উপপরিদর্শক অমিত কুমার মন্ডলের দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০-১৬০ জনকে আসামি করা হয়। ১২ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বিস্ফোরিত ককটেলের অংশ, জালের কাটি, বাঁশের লাঠি ও পেট্রল বোমা এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের জুতা উদ্ধারের জব্দ করা হয়। এ মামলায় উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ শীর্ষ নেতাকে আসামি করা হয়।

এ ছাড়া গত ২ নভেম্বর নাশকতার পরিকল্পনাসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে উপপরিদর্শক মোমরেজ আলী মোল্যা বাদী হয়ে দ্বিতীয় মামলা করেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে আরও পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৭০-১৮০ জনকে ওই মামলায় আসামি করা হয়। এ সময় জালের কাঠি, বিস্ফোরিত ককটেলের জর্দার কৌটার টুকরো, স্প্রাইটের বোতলে পেট্রোলযুক্ত বোমা উদ্ধার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘নাশকতার মামলায় দায়েরের পর থেকে আতঙ্কে রয়েছে প্রতিটি নেতা-কর্মী। অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তারের শঙ্কায় নেতা-কার্মী এমনকি সমর্থকেরা পর্যন্ত এলাকা ছেড়ে বাইরে ঘুরছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত