Ajker Patrika

পুলিশের চাকরিকে ইবাদত মনে করি: যশোরের এসপি 

যশোর প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৪, ২০: ৪১
পুলিশের চাকরিকে ইবাদত মনে করি: যশোরের এসপি 

যশোরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেছেন, ‘চাকরিকে রুটি-রুজির পাশাপাশি আমি ইবাদত মনে করি। এই কাজের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই।’

আজ বুধবার যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

মো. মাসুদ আলম বলেন, ‘সাংবাদিকেরা হলেন সমাজের আয়না। জাতির বিবেক। পুলিশ ও সাংবাদিক একে অপরের সহায়ক। আমরা যশোরকে শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে পারি, যদি আপনারা আমাদের সহায়তা করেন। সাংবাদিকদের সহযোগিতা পেলে যশোরকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করা সম্ভব।’

সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের সঙ্গে থাকতে চাই। আপনারা সত্য তথ্য দেবেন, যাচাই করে শতভাগ পদক্ষেপ নেব। আমি তদবির করে পোস্টিং নিই নাই। আমার বদলির ভয় নেই। বদলির অর্ডার হলে চলে যাব।

`তবে আমি এসেছি, কাজ করতে চাই। আমাদের কাছে সন্ত্রাসীদের যে তালিকা আসবে, আমরা সেই তালিকা অনুযায়ী যাচাই-বাছাই করে কাজ করব। সন্ত্রাসীদের কার রং কালো, কার রং সাদা সেটি বিবেচ্য হবে না।’

সভায় আরও বক্তব্য দেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সহসভাপতি নূর ইসলাম, সাংবাদিক নেতা মনোতোষ বসু, আকরামুজ্জামান, এইচআর তুহিন, এসএম ফরহাদ প্রমুখ।

পুলিশ সুপার মো. মাসুদ আলম ৮ জুলাই যশোরে যোগদান করেছেন। এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেন। পরে পুলিশ সুপার পৃথক পৃথকভাবে মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত