Ajker Patrika

কাগজপত্র না থাকায় আটক ৬৩ যানবাহন

কাগজপত্র না থাকায় আটক ৬৩ যানবাহন

চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ডে জেলা ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ৬৩টি যানবাহন আটক করেছে। এ সময় তিনটি মামলা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (ট্রাফিক ইন্সপেক্টর) মনিরুজ্জামান এই অভিযান চালান।

এ নিয়ে জানতে চাইলে ট্রাফিক ইন্সপেক্টর মনিরুজ্জামান বলেন, ‘আজ সকাল থেকে বেলা পাঁচটা পর্যন্ত জীবননগর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় ৬১টি মোটরসাইকেলসহ ৬৩টি যানবাহন আটক করা হয়। আর তিনটি মামলা দেওয়া হয়। আটক ৬৩টি যানবাহন জীবননগর থানায় রাখা হয়েছে। সেগুলোর কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত