Ajker Patrika

খুলনা ঘুরে গেলেন প্রধানমন্ত্রী

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২০: ৪৩
Thumbnail image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে আজ শুক্রবার দুপুরে খুলনায় এসেছিলেন। তিনি দিঘলিয়ায় ভৈরব নদের পারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে কেনা জমিতে পাটের গুদাম পরিদর্শন করেন। 

বিকেল ৫টা ১২ মিনিটে প্রধানমন্ত্রী খুলনা মহানগরীর শেরেবাংলা রোডের তাঁর চাচা শহীদ শেখ আবু নাসেরের বাড়িতে যান। এখানে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবস্থান করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে ১ একর ৪০ শতক জমি কেনেন। সেখানে একটি পাটের গুদাম তৈরি করা হয়। স্বাধীনতা-পরবর্তী ও এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই শহীদ শেখ আবু নাসের তা দেখভাল করতেন। পরে এটিকে ভাড়া দেওয়া হয়েছে বেসরকারি পাটকলের কাছে। ২০০৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এই সম্পত্তির কথা জানেন। 

এদিকে প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে সফরস্থল ও যাত্রাপথে লাগানো হয়েছে তোরণ ও রংবেরঙের প্যানা। দলীয় নেতা-কর্মীরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত