Ajker Patrika

খুমেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা জেলা কারাগারে এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

মৃত কয়েদির নাম মো. আক্রামুজ্জামান, তিনি ফুলবাড়ী গেট শাখা সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক এবং দৌলতপুর থানার মধ্যডাংগা নগর এলাকার জনৈক শেখ মহিউদ্দিনের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা কারাগারের জেলার আবু সায়েম। তিনি আজকের পত্রিকাকে বলেন, খানজাহান আলী থানার একটি মামলায় তাঁর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ৫৯ লাখ ৫৬ হাজার ২২৮ টাকা ৫৪ পয়সা জরিমানা করেন খুলনার একটি আদালত। হাইকোর্টে আবেদন করলে সাজার মেয়াদ কমিয়ে এক বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত