Ajker Patrika

খুলনার আদালত চত্বর থেকে পালাল আসামি

খুলনা প্রতিনিধি
খুলনার আদালত চত্বর থেকে পালাল আসামি

খুলনায় আদালত চত্বর থেকে চুরির মামলার এক আসামি পালিয়েছে। আজ বৃহস্পতির বেলা ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামি হলেন—নগরীর দৌলতপুর থানা এলাকার পাবলা দত্তবাড়ির মিন্টু সরদারের ছেলে মো. হৃদয় সরদার। এ ঘটনার পর আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে আসামিকে গ্রেপ্তারের জন্য নগরীতে চেকপোস্ট বসানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আসামি হৃদয় সরদার নগরীর দৌলতপুর থানার একটি চুরি মামলায় কারাগারে ছিলেন। আদালতে তাঁর হাজিরার দিন ছিল আজ। বেলা ১১টার দিকে তাঁকে আদালতে নেওয়া হয়। এ সময় আসামি হৃদয় এজলাসে না উঠে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা বলেন, আসামি হৃদয়কে গ্রেপ্তারের জোর তৎপরতা চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত