Ajker Patrika

দৌলতপুর সীমান্ত থেকে দ্বিখণ্ডিত ৭ স্বর্ণের বারসহ আটক ২ 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২২
দৌলতপুর সীমান্ত থেকে দ্বিখণ্ডিত ৭ স্বর্ণের বারসহ আটক ২ 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে সাতটি দ্বিখণ্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএলসি) মাহাবুব মর্শেদ রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে তাঁদের স্বর্ণের বারসহ জব্দ করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২০) ও কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজা (২২)। তাঁদের বিরুদ্ধে দৌর‍লতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও উদ্ধার করা স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ৩৭৩ গ্রাম ওজনের সাতটি দ্বিখণ্ডিত স্বর্ণের বার জব্দ করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি স্মার্ট মোবাইল ফোনসহ সিম কার্ড, নগদ এক হাজার ২২০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা। 

বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মাহাবুব মর্শেদ রহমান বলেন, ভারতে পাচারকালে দৌলতপুর সীমান্ত থেকে ১ কেজি ৩৭৩ গ্রাম ওজনের সাতটি দ্বিখণ্ডিত স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত