বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে মো. মোর্শেদ আলম, মো. সাইফুল ইসলাম, মো. জহিরুল ইসলাম ও মো. মাকসুদুর রহমানকে ছয় বছর ও তরিকুল ইসলামকে পাঁচ বছর করে দণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. মোর্শেদ আলম সাতক্ষীরা সদরের কাশিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে, মো. সাইফুল ইসলাম একই উপজেলার আটাগাছা গ্রামের আবদুল করিমের ছেলে, মো. মাকসুদুর রহমান একই উপজেলার গড়েরকান্দা গ্রামের মো. জুম্মান আলী সরদারের ছেলে, মো. জহিরুল ইসলাম পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. আশরাফুল আলী ফরাজীর ছেলে এবং মো. তরিকুল ইসলাম বাগেরহাট সদরের নাটইখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা সদরের দড়াটানা ব্রিজসংলগ্ন গোবর দিয়া এলাকায় অবস্থান নেন জেএমবির ওই সদস্যরা। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে জেএমবি সদস্যরা তাদের দিকে বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে শটগানের গুলির খোসা ও প্লাস্টিকসদৃশ বস্তু জব্দ করা হয়।
পুলিশ ঘটনা তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২ মে আদালতে চার্জশিট জমা দেয়। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের মামলায় আদালত পাঁচজনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন। দণ্ডাদেশপ্রাপ্ত সবাই জেএমবির সক্রিয় সদস্য।
বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে মো. মোর্শেদ আলম, মো. সাইফুল ইসলাম, মো. জহিরুল ইসলাম ও মো. মাকসুদুর রহমানকে ছয় বছর ও তরিকুল ইসলামকে পাঁচ বছর করে দণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. মোর্শেদ আলম সাতক্ষীরা সদরের কাশিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে, মো. সাইফুল ইসলাম একই উপজেলার আটাগাছা গ্রামের আবদুল করিমের ছেলে, মো. মাকসুদুর রহমান একই উপজেলার গড়েরকান্দা গ্রামের মো. জুম্মান আলী সরদারের ছেলে, মো. জহিরুল ইসলাম পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. আশরাফুল আলী ফরাজীর ছেলে এবং মো. তরিকুল ইসলাম বাগেরহাট সদরের নাটইখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা সদরের দড়াটানা ব্রিজসংলগ্ন গোবর দিয়া এলাকায় অবস্থান নেন জেএমবির ওই সদস্যরা। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে জেএমবি সদস্যরা তাদের দিকে বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে শটগানের গুলির খোসা ও প্লাস্টিকসদৃশ বস্তু জব্দ করা হয়।
পুলিশ ঘটনা তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২ মে আদালতে চার্জশিট জমা দেয়। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের মামলায় আদালত পাঁচজনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন। দণ্ডাদেশপ্রাপ্ত সবাই জেএমবির সক্রিয় সদস্য।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
২ ঘণ্টা আগে