Ajker Patrika

খুলনা-৩: আ.লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাহারাদারের শরীরে আগুন

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা-৩: আ.লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাহারাদারের শরীরে আগুন

খুলনা-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণার একটি ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। হাসান ফরাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে আজ শুক্রবার নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় খুলনা-৩ আসনে নৌকার প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে ২-৩ জন দুর্বৃত্ত কেরোসিন ছুড়ে মারে আগুন লাগিয়ে দেয়। আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুই পাশে কিছু অংশ পুড়ে যায়। এর পরপরই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।,

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে নৌকার প্রার্থীর পক্ষে এখনো কেউ মামলা করেনি। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।’ 

আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন বর্জনকারী বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত