Ajker Patrika

পিস্তল ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
পিস্তল ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরের জাগুসা গ্রাম থেকে অস্ত্র, গুলি, ফেনসিডিলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের স্কুলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আটক মিলন হোসেন (৩৪) যশোরের বেতালপাড়া গ্রামের শওকত আলীর ছেলে এবং ফরহাদ হোসেন (৩২) একই জেলার রামনগর খা পাড়া গ্রামের মহব্বত আলীর ছেলে। 

ঝিনাইদহ র‍্যাব-৬ এর কমান্ডার মেজর শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাতে মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের স্কুলের সামনে সন্ত্রাসীরা মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের টহল দল সেখানে অভিযান চালায়। সে সময় যশোর থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে মিলন হোসেন ও ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁদের স্বীকারোক্তি মোতাবেক প্যান্টের পকেট থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন ও মোটরসাইকেলে রাখা ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ র‍্যাব কর্মকর্তা আরও জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক ও মাদক আইনে মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত