Ajker Patrika

নবজাতকে হাসপাতালে রেখে উধাও নারী-পুরুষ

যশোর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ২১: ৪০
নবজাতকে হাসপাতালে রেখে উধাও নারী-পুরুষ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নবজাতককে রেখে গোপনে হাসপাতাল থেকে চলে গেছেন তাকে নিয়ে আসা এক নারী ও একজন পুরুষ। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে তাঁরা দুজন নিখোঁজ থাকলেও রাতে বিষয়টি জানাজানি হয়। ওই দুই নারী-পুরুষের সঙ্গে শিশুটির কী সম্পর্ক সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তবে আজ শুক্রবার হাসপাতালের সেবিকাদের ওই নবজাতকের চিকিৎসা ও দেখাশোনা করতে দেখা গেছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের শিশু বিভাগের দায়িত্বরত সেবিকা সাধনা রায় জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একজন পুরুষ ও একজন মহিলা ভর্তি টিকিট ছাড়াই এক নবজাতককে শিশু ওয়ার্ডে নিয়ে আসেন। কিন্তু ভর্তি টিকিট না থাকায় টিকিট আনার জন্য তাদের জরুরি বিভাগে পাঠানো হয়। এরপর তাঁরা আর ওয়ার্ডে ফেরত আসেননি। পরে বিকেল তিনটার দিকে একজন নারী কম্বল নিয়ে শিশুটির গায়ে দিয়ে যান। তাঁকেও আর খুঁজে পাওয়া যায়নি। রাত পর্যন্ত শিশুটির কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় বিষয়টি জানাজানি হয়। পরে বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও কর্তব্যরত পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালে শিশু বিভাগের সেবিকাদের তত্ত্বাবধানে রয়েছে।

এ ব্যাপারে হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. আব্দুস সামাদ বলেন, ‘রাতে শিশুটির কথা সেবিকাদের মাধ্যমে জানতে পেরেছি। প্রি-ম্যাচিউর বেবি হওয়ায় শিশুটিকে নিউনেটাল ব্ল্যাকের ইনকিউবেটরে রাখা হয়েছে। শনিবার পর্যন্ত শিশুটির মা বা স্বজনদের কেউ না আসলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সমাজসেবা অফিসারের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী জানান, হাসপাতালে রেখে যাওয়া শিশুটির স্বজনের পরিচয় উদ্ধারের জন্য চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত