Ajker Patrika

নদীতে লাফ দেওয়া গৃহবধূর মরদেহ ১০ দিন পর উদ্ধার

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
নদীতে লাফ দেওয়া গৃহবধূর মরদেহ ১০ দিন পর উদ্ধার

খুলনার রূপসা ব্রিজ থেকে নদীতে লাফ দেওয়া গৃহবধূ মিম আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার পশুর নদীর তীরের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিমের পারিবারিক সূত্রে জানা গেছে, মিমের সঙ্গে তাঁর চাচাতো ভাই আকবর ফকিরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। গত ১৮ জুলাই সন্ধ্যায় চুল আঁচড়ানোকে কেন্দ্র করে শাশুড়ির সঙ্গে মিমের মনোমালিন্য হয়। এ ঘটনার পর ওই দিন সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে গেলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে অনুসরণ করে তাঁর পেছন পেছন আসেন। কিন্তু তাঁরা আসার আগেই রূপসা সেতু থেকে নদীতে লাফ দেন মিম। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কোস্টগার্ড, নৌ পুলিশ, ডুবুরি দল ট্রলারযোগে বিভিন্ন স্থানে খোঁজ নেয়। কিন্তু রাতে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে আর পাওয়া যায়নি। 

মিমের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজালাল বলেন, ‘জলমা ইউনিয়নের করেরডুন গ্রামের স্থানীয়রা আতালের চর ১০ নম্বর খেয়াঘাটে এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের মাধ্যমে নদী থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহ পাওয়ার বিষয়টি রূপসা নৌ–পুলিশকে জানালে, তাঁরা ঘটনাটি মিম আক্তারের পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা মিমের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা জালাল হোসেন ফকির থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত