Ajker Patrika

খুলনা বিআরটিএ অফিসে র‍্যাবের অভিযান, ২৫ দালাল আটক

খুলনা প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ২১: ০৪
খুলনা বিআরটিএ অফিসে র‍্যাবের অভিযান, ২৫ দালাল আটক

খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ২৫ জন দালালকে আটক করেছে র‍্যাব। আজ রোববার বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে। এ সময় ১৯ জনকে সাত দিন থেকে এক মাস মেয়াদে কারাদণ্ড এবং ৬ জনকে মোট ৫৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে র‍্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে খুলনা বিআরটিএতে দালালেরা তৎপরতা চালাচ্ছিল। বিআরটিএ অফিসে যখন সাধারণ মানুষেরা সেবা নিতে আসেন তখন দালাল ও প্রতারক চক্রের লোকজনরা তাঁদের ভুল বুঝিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এতে সাধারণ মানুষ তাঁদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনা বিআরটিএতে অভিযান চালিয়ে মোট ২৫ দালালকে আটক করা হয়েছে।’ 

খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ২৫ জন দালালকে আটক করেছে র‍্যাব। ছবি: আজকের পত্রিকাভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন, খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত