Ajker Patrika

৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

কুষ্টিয়ার ভেড়ামারায় বসুন্ধরাসহ ৮টি প্রতিষ্ঠানের পণ্যের পরিবেশক লাবনী এন্টারপ্রাইজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল সোমবার দিবাগত রাত ২টায় পরিবেশক ব্যবসায়ী মহসিন আলীর গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোড়ের কৃষি অফিসের সামনে বসুন্ধরাসহ ৮টি কোম্পানির পণ্যের পরিবেশক লাবনী এন্টারপ্রাইজের গোডাউন ছিল। রাত ২টার দিকে হঠাৎ গোডাউন থেকে ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহসিন আলী বলেন, ‘আমি বসুন্ধরার সমস্ত পণ্যের ডিলার ছিলাম। এ ছাড়াও আরও ৮টি কোম্পানির পণ্যের পরিবেশক। বড় চার রুমের গোডাউনে পণ্য রাখতাম। ঈদের আগে ও পরে ডেলিভারি দিতে বিপুল পরিমাণ মালামাল কোম্পানির কাছ থেকে ওঠানো হয়। এ অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি আমি কীভাবে কাটিয়ে উঠব? আর কীভাবে আগুন লাগল কিছুই ভেবে পাচ্ছি না।’ 

ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘রাত দুইটার দিকে উপজেলা মোড়ে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নির্বাপণে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তের কাছ থেকে জানতে পেরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত