Ajker Patrika

সহপাঠীর মৃত্যুর খবরে শোক সইতে না পেরে বন্ধুর ‘আত্মহত্যা’

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৯: ২২
সহপাঠীর মৃত্যুর খবরে শোক সইতে না পেরে বন্ধুর ‘আত্মহত্যা’

সহপাঠী বন্ধুর আত্মহত্যার খবরে শোক সইতে না পেরে আরেক বন্ধুর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। ২১ ঘণ্টার ব্যবধানে ঘটনা দুটি ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নে। 

মারা যাওয়া দুই বন্ধু হলো শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা গ্রামের মো. শফিকুল গাজীর ছেলে ইয়াসিন (১২) ও পার্শ্ববর্তী রাজেস্বর গ্রামের মো. হাবিব হাওলাদারের ছেলে ইসা হাওলাদার (১৩)। তারা কদমতলার মরহুম মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

দুই বন্ধুর আত্মহত্যা করার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধু ইসার মৃত্যুর শোক সইতে না পেরে ইয়াসিন আত্মহত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

আত্মহত্যার বিষয়ে দুই পরিবারের বরাত দিয়ে রায়েন্দা ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ খায়রুল ইসলাম জানান, ‘ইয়াসিন ও ইসা একই মাদ্রাসার সহপাঠী। গতকাল সোমবার বেলা ৩টার দিকে ইসা হাওলাদার তার বাবার সঙ্গে অভিমান করে ছাগলের ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বন্ধু ইসার মৃত্যুতে ইয়াসিন চরম শোকাহত হয়ে পড়ে। তাই আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইয়াসিনও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত