মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় কোয়েল পাখির খামারে বৈদ্যুতিক লাইন মেরামতের ত্রুটি থেকে আগুন ধরে ৮ হাজার কোয়েল পাখি পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক মিস্ত্রি ভুলে এমন ঘটনা ঘটেছে দাবি, ক্ষতিগ্রস্ত খামার মালিক অরিন আক্তার লিনার।
আজ শুক্রবার এ ঘটনায় বিকেলে স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রি মো. শিমুলের (২৩) নামে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লিনা উপজেলার ডুমুরশিয়া গ্রামের তানজিদ আলম রাহুলের স্ত্রী ও একজন নারী উদ্যোক্তা।
অভিযোগ সূত্রে ও খামার মালিক জানান, খামারে কোয়েল পাখি বাচ্চা ব্রুডিং করাতে বৈদ্যুতিক লাইন মেরামতের দরকার হয়। পরে স্থানীয় ডুমুরশিয়া গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি শিমুলকে ডেকে আনা হয়। কাজের একপর্যায়ে সে খামারের নিরাপত্তা ব্যবস্থা না রেখে লাইন ডাইরেক্ট করে দেয়। বাকি কাজ পরের দিন শেষ করবে বলে অন্যত্র কাজে চলে যায়। সরাসরি লাইন দেওয়ায় রাতে অতিরিক্ত লোড হয়ে বৈদ্যুতিক তার গলে আগুন লাগে কোয়েল পাখির খামারে। এ সময় খামারে তিন হাজার ডিম, কোয়েল পাখি ও বিভিন্ন আকারের প্রায় ৫ হাজার বাচ্চা পাখি আগুনে পুড়ে মারা যায়। ২৫-৩০ মিনিটের মধ্যে সম্পূর্ণ খামার ভস্মীভূত হয়ে যায়।
অরিন আক্তার লিনা বলেন, ‘ঋণের টাকায় শুরু করি স্বপ্নের কোয়েল পাখির খামার। যে রাতে আগুন ধরে ওই দিনও খুলনা থেকে প্রায় ৩ হাজার বাচ্চা কিনি। কিন্তু আজ আমার সব স্বপ্ন শেষ। এখন ঋণের টাকা কীভাবে দেব।’
এ বিষয়ে জানতে বৈদ্যুতিক মিস্ত্রি শিমুলের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাগুরার মহম্মদপুর উপজেলায় কোয়েল পাখির খামারে বৈদ্যুতিক লাইন মেরামতের ত্রুটি থেকে আগুন ধরে ৮ হাজার কোয়েল পাখি পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক মিস্ত্রি ভুলে এমন ঘটনা ঘটেছে দাবি, ক্ষতিগ্রস্ত খামার মালিক অরিন আক্তার লিনার।
আজ শুক্রবার এ ঘটনায় বিকেলে স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রি মো. শিমুলের (২৩) নামে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লিনা উপজেলার ডুমুরশিয়া গ্রামের তানজিদ আলম রাহুলের স্ত্রী ও একজন নারী উদ্যোক্তা।
অভিযোগ সূত্রে ও খামার মালিক জানান, খামারে কোয়েল পাখি বাচ্চা ব্রুডিং করাতে বৈদ্যুতিক লাইন মেরামতের দরকার হয়। পরে স্থানীয় ডুমুরশিয়া গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি শিমুলকে ডেকে আনা হয়। কাজের একপর্যায়ে সে খামারের নিরাপত্তা ব্যবস্থা না রেখে লাইন ডাইরেক্ট করে দেয়। বাকি কাজ পরের দিন শেষ করবে বলে অন্যত্র কাজে চলে যায়। সরাসরি লাইন দেওয়ায় রাতে অতিরিক্ত লোড হয়ে বৈদ্যুতিক তার গলে আগুন লাগে কোয়েল পাখির খামারে। এ সময় খামারে তিন হাজার ডিম, কোয়েল পাখি ও বিভিন্ন আকারের প্রায় ৫ হাজার বাচ্চা পাখি আগুনে পুড়ে মারা যায়। ২৫-৩০ মিনিটের মধ্যে সম্পূর্ণ খামার ভস্মীভূত হয়ে যায়।
অরিন আক্তার লিনা বলেন, ‘ঋণের টাকায় শুরু করি স্বপ্নের কোয়েল পাখির খামার। যে রাতে আগুন ধরে ওই দিনও খুলনা থেকে প্রায় ৩ হাজার বাচ্চা কিনি। কিন্তু আজ আমার সব স্বপ্ন শেষ। এখন ঋণের টাকা কীভাবে দেব।’
এ বিষয়ে জানতে বৈদ্যুতিক মিস্ত্রি শিমুলের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে