Ajker Patrika

খুলনায় কসাইয়ের চাপাতির আঘাতে আরেক কসাই নিহত

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার রূপসায় চাপাতির আঘাতে আরিফ (২৩) নামের এক মাংস ব্যবসায়ী (কসাই) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার সেনের বাজারে এ ঘটনা ঘটে। মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আরেক কসাইয়ের চাপাতির আঘাতে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে কসাই আরিফ গতকাল শুক্রবার সন্ধ্যায় রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় রুবেলের মাংসের দোকানে যান। রুবেল কসাইয়ের কাছে আরিফ দীর্ঘদিন ধরে মাংস বিক্রি করে আসছিলেন। সেই সূত্রে রুবেলের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা পান তিনি। ওই টাকা চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, একপর্যায়ে আরিফকে দুই ভাই জুয়েল ও রুবেল ধারালো চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন। স্থানীয়রা আরিফকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে শাহীনসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত