ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ী থেকে বিশ্বজিৎ বিশ্বাস (৫২) নামে এক ভুয়া ডাক্তার পদবিধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার বিশ্বজিৎ বিশ্বাস ডুমুরিয়া থানার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর (স্পেশাল কোম্পানি) একটি অভিযানকারী দল তথ্য পায়, ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি গ্রামে বিশ্বজিৎ বিশ্বাসের ‘রানা হোমিও ক্লিনিক’-এ ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করে ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বজিৎ বিশ্বাস ক্যানসার, নারী ও শিশু রোগসহ সব রোগের চিকিৎসা দেয়, রোগীর হাতের রেখা দেখে ও বাটি চালানের মাধ্যমে নানা রকম ওষুধ দেয়। এই প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি।
বিষয়টি নজরে এলে র্যাব-৬ গোয়েন্দা তৎপরতা শুরু করে। ভুয়া ডাক্তারকে আইনের আওতায় আনতে র্যাব-৬-এর (স্পেশাল কোম্পানি) খুলনার একটি অভিযানকারী দল ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর কাছ থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। একই সঙ্গে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ী থেকে বিশ্বজিৎ বিশ্বাস (৫২) নামে এক ভুয়া ডাক্তার পদবিধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার বিশ্বজিৎ বিশ্বাস ডুমুরিয়া থানার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর (স্পেশাল কোম্পানি) একটি অভিযানকারী দল তথ্য পায়, ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি গ্রামে বিশ্বজিৎ বিশ্বাসের ‘রানা হোমিও ক্লিনিক’-এ ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করে ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বজিৎ বিশ্বাস ক্যানসার, নারী ও শিশু রোগসহ সব রোগের চিকিৎসা দেয়, রোগীর হাতের রেখা দেখে ও বাটি চালানের মাধ্যমে নানা রকম ওষুধ দেয়। এই প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি।
বিষয়টি নজরে এলে র্যাব-৬ গোয়েন্দা তৎপরতা শুরু করে। ভুয়া ডাক্তারকে আইনের আওতায় আনতে র্যাব-৬-এর (স্পেশাল কোম্পানি) খুলনার একটি অভিযানকারী দল ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর কাছ থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। একই সঙ্গে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
৪ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৬ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২৯ মিনিট আগে