কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
বিএনপি নেতা-কর্মীদের ভাবে মনে হয় ক্ষমতায় চলে এসেছি, মক্কা অনেক দূর: আমিরুজ্জামান শিমুল
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, কিছু নেতার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে, তাঁরা ক্ষমতায় চলে এসেছেন। অথচ ক্ষমতায় যেতে অনেক পথ পাড়ি দিতে হবে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে কোটচাঁদপুরের সাবদারপুর স্টেশনসংলগ্ন খেলার মাঠের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিরুজ্জামান খান শিমুল বলেন, ‘বিএনপি নেতাদের গায়ে গরম ভাব চলে এসেছে, তারা মানুষকে মানুষ মনে করছে না। দেখলে মনে হচ্ছে, আমরা ক্ষমতায় চলে এসেছি। মক্কা অনেক দূর, একলাফে যাওয়া যায় না। অনেক পথ পাড়ি দিয়ে যেতে হয়।’
তিনি আরও বলেন, ‘কোটচাঁদপুরের মাটি সোনার মাটি। এ মাটিতে যে বীজ বপন করা হয়, সেটাই ভালো উৎপাদন হয়। এ কারণে সামনের দিন কৃষক যাতে তাঁদের উৎপাদিত পণ্য রেখে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন, সে ব্যবস্থা করা হবে। আমরা দায়িত্ব পেলে এই এলাকায় কোল্ডস্টোরেজের ব্যবস্থা করা হবে।’
কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আয়েছ উদ্দিন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস। অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাভলুর রহমান বাবলু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর ফয়েজ এলাহী শিমুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্যসচিব আবুল কাশেম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্যসচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান প্রমুখ।
কর্মিসভা সঞ্চালনা করেন পৌর কৃষক দলের কৃষিবিদ ফিরোজ উদ্দিন মানিক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা-কর্মীদের ভাবে মনে হয় ক্ষমতায় চলে এসেছি, মক্কা অনেক দূর: আমিরুজ্জামান শিমুল
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, কিছু নেতার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে, তাঁরা ক্ষমতায় চলে এসেছেন। অথচ ক্ষমতায় যেতে অনেক পথ পাড়ি দিতে হবে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে কোটচাঁদপুরের সাবদারপুর স্টেশনসংলগ্ন খেলার মাঠের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিরুজ্জামান খান শিমুল বলেন, ‘বিএনপি নেতাদের গায়ে গরম ভাব চলে এসেছে, তারা মানুষকে মানুষ মনে করছে না। দেখলে মনে হচ্ছে, আমরা ক্ষমতায় চলে এসেছি। মক্কা অনেক দূর, একলাফে যাওয়া যায় না। অনেক পথ পাড়ি দিয়ে যেতে হয়।’
তিনি আরও বলেন, ‘কোটচাঁদপুরের মাটি সোনার মাটি। এ মাটিতে যে বীজ বপন করা হয়, সেটাই ভালো উৎপাদন হয়। এ কারণে সামনের দিন কৃষক যাতে তাঁদের উৎপাদিত পণ্য রেখে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন, সে ব্যবস্থা করা হবে। আমরা দায়িত্ব পেলে এই এলাকায় কোল্ডস্টোরেজের ব্যবস্থা করা হবে।’
কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আয়েছ উদ্দিন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস। অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাভলুর রহমান বাবলু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর ফয়েজ এলাহী শিমুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্যসচিব আবুল কাশেম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্যসচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান প্রমুখ।
কর্মিসভা সঞ্চালনা করেন পৌর কৃষক দলের কৃষিবিদ ফিরোজ উদ্দিন মানিক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
২ মিনিট আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
৯ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
১২ মিনিট আগেরশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাতের বেলায় পুরো রাস্তা অন্ধকারে থাকে। শীতের সময় কুয়াশা পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাই দ্রুত সড়কবাতি স্থাপন করা প্রয়োজন।
৩৮ মিনিট আগে